Site icon Dharma Marg

Hanuman Chalisa In Bengali | হনুমান চালিসা বাংলা

Hanuman Chalisa

Download Hanuman Chalisa in Bengali

Click here to download Hanuman Chalisa PDF in bengali

Hanuman Chalisa in Bengali

শ্রী গুরু চরন সরোজ রজ, নিজ মন মুকুর সুধার।
বরণৌ রঘুবর বিমল যশ, যো দায়াক ফল চার।।

বুদ্ধিহীন তনু জানিকৈ, সুমিরৌ পবন কুমার।
বল বুদ্ধি বিদ্যা দেহু মহি, হরহু কলে বিচার।।

দোহা:
জয় হনুমান জ্ঞান গুণ সাগর।
জয় কপীশ তিহু লোক উজাগর।।

চৌপাই:
রাম দুত অতুলিত বল ধামা।
অঞ্জনি পুত্র পবনসুত নামা।।

মহাবীর বিক্রম বজরঙ্গী।
কুমতি নিবার সুমতি কে সঙ্গী।।

কাঞ্চন বরন বিরাজ সুবেসা।
কানন কুণ্ডল কুঞ্চিত কেশা।।

হাত বজ্র অউর ধ্বজা বিরাজৈ।
কাঁধে মুঞ্জ জনেউ সাজৈ।।

শংকর সুভন কেশরী নন্দন।
তেজ প্রতাপ মহা জগ বন্ধন।।

বিদ্যাবান গুণী অতিচাতুর।
রাম কাজ করিবে কো আতুর।।

প্রভু চরিত্র শুনিবে কো রাসিয়া।
রাম লখন সীতা মন বাসিয়া।।

সূক্ষ্ম রূপ ধরী সিয়হি দেখাবা।
বিকট রূপ ধরী লঙ্কা জরাবা।।

ভীম রূপ ধরী অসুর সংহারৈ।
রামচন্দ্র কে কাজ সংসারৈ।।

লায়ে সঞ্জীবন লখন জিয়ায়ে।
শ্রী রঘুবীর হর্ষ উর লায়ে।।

রঘুপতি কীণী বহুত বড়াই।
তুম মম প্রিয় ভরতহি সম ভাই।।

সহস বদন তুমহরো যশ গায়।
অস কহি শ্রীপতি কান্ঠ লগায়।।

সনকাদিক ব্রহ্মাদি মুনি ঋষি।
নারদ সারদ সহিত অহিষি।।

যম কুবের দিগপাল যহাঁ তে।
কবি কোবিদ কহি সকৈ কহাঁ তে।।

তুম উপকার সুগ্রীবহি কীন্‌হা।
রাম মিলায় রাজপদ দিন্‌হা।।

তুম্‌হরো মনত্র বিভীষণ মানা।
লঙ্কেশ্বর ভয় সব জগ জানা।।

যুগ সহস্র যোজন পর ভানু।
লীল্যো তা হি মধুর ফল জানু।।

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী।
জলধি লাঙি গয় অচ রজনী।।

দুর্গম কাজ জগত কে জেতে।
সুগম অনুগ্রহ তুমহরৈ তেতে।।

রাম দুয়ার তুম রাখওয়ার।
হোত না আজ্ঞা বিনু পয়সার।।

সব সুখ লহৈ তুমহারী সারণ।
তুম রক্ষক কাহু কো ডারণ।।

আপন তেজ সমহারো আপৈ।
তিনো লোক হাঙ্ক তে কাঁপৈ।।

ভূত পিশাচ নিকট নাহি আভৈ।
মহাবীর জব নাম সুনাভৈ।।

নাসৈ রোগ হরৈ সব পীড়া।
জপত নিরন্তর হনুমত বীর।।

সংকট তে হনুমান ছুড়াভৈ।
মন ক্ৰম বচন ধ্যান যো লাৱৈ।।

সব পর রাম তপস্বী রাজা।
তিনকে কাজ সকল তুম সাঁজা।।

অউর মনোরথ জো কোই লাৱৈ।
সোই অমিত জীবন ফল পাৱৈ।।

চারো যুগ পরতাপ তুমহারা।
হৈ প্রসিদ্ধ জগত উজিয়ারা।।

সাধু সন্ত কে তুম রাখওয়ার।
অসুর নিকন্দন রাম দুলার।।

অষ্ট সিদ্ধি নও নিধি কে দাতা।
অস বর দীন জানকী মাতা।।

রাম রসায়ন তুমহরৈ পাসা।
সদা রহও রঘুপতি কে দাসা।।

তুমহরে ভজন রাম কো পাৱৈ।
জন্ম জন্ম কে দুখ বিসরাৱৈ।।

অন্ত কাল রঘুপতি পুর জাই।
যাঁহা জন্ম হরি ভক্ত কহাই।।

অউর দেবতা চিত না ধরাই।
হনুমত সেঈ সর্ব সুখ করাই।।

সংকট কাটৈ মিটৈ সব পীড়া।
জো সুমিরৈ হনুমত বলবীরা।।

জয় জয় জয় হনুমান গোসাঁই।
কৃপা করউ গুরু দেব কি নাঁই।।

যো শত বার পাঠ কর কৈ।
ছূটহি বন্দি মহা সুখ হোই।।

জো যাহি পড়ৈ হনুমান চালিসা।
হোই সিদ্ধি সাক্ষী গৌরীশা।।

তুলসীদাস সদা হরি চেরা।
কীজৈ নাথ হৃদয় মহ ডেরা।।

দোহা:
পবন তনয় সংকট হরণ, মঙ্গল মূর্তি রূপ।
রাম লখন সীতা সহিত, হৃদয় বসহু সুর ভূপ।।

About Hanuman Chalisa হনুমান চালিসা সম্পর্কে

হনুমান চালিসা, যা ভগবান হনুমানের প্রতি উৎসর্গীকৃত একটি ভক্তিমূলক স্তবক, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। ১৬শ শতকে তুলসীদাসের দ্বারা রচিত এই ৪০ শ্লোকের কবিতা হনুমানের গুণাবলিকে তুলে ধরে: তার শক্তি, প্রজ্ঞা এবং ভগবান রামের প্রতি নিঃস্বার্থ ভক্তি। হনুমান চালিসা পাঠ করলে সাহস, সুরক্ষা এবং জীবনের সংগ্রাম থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

Popular Video on Youtube

Exit mobile version